আজকের সাধারণ জ্ঞান : ৩০ আগস্ট ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
উত্তর : কবিতার কথা।
২. প্রশ্ন : বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তর : আরেফ ফাল্গুন।
৩. প্রশ্ন : ‘জাহান্নাম হইতে বিদায়’ কোন ধরনের উপন্যাস?
উত্তর : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
৪. প্রশ্ন : ‘উপরোধ’ শব্দের অর্থ কী?
উত্তর : অনুরোধ।
৫. প্রশ্ন : ‘শীকর’ শব্দের অর্থ কী?
উত্তর : জলকণা।
৬. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায়?
উত্তর : গাজীপুর।
৭. প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর : ২নং সেক্টরের অধীনে।
৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উত্তর : কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।
৯. প্রশ্ন : মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমানা রয়েছে?
উত্তর : ৩টি জেলার।
১০. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর : সেন্টমার্টিন।
১১. প্রশ্ন : ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গপথ কোনটি?
উত্তর : ইউরো টানেল।
১২. প্রশ্ন : এশিয়া ও ইউরোপকে একত্রে কী বলা হয়?
উত্তর : ইউরেশিয়া।
১৩. প্রশ্ন : পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
১৪. প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর-
উত্তর : হ্যামার ফাস্ট।
১৫. প্রশ্ন : সাদা রাশিয়া বলা হয় কোন দেশকে?
উত্তর : বেলারুশকে।
১৬. প্রশ্ন : যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কী হয়?
উত্তর : সূর্যগ্রহণ।
১৭. প্রশ্ন : ডাবের পানিতে কী ধরনের উপাদান আছে?
উত্তর : পটাসিয়াম।
১৮. প্রশ্ন : চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম কত?
উত্তর : ৭২০ টাকা।
১৯. প্রশ্ন : ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ব্রাজিলে।
২০. প্রশ্ন : IP এর পূর্ণরূপ কী?
উত্তর : Internet Protocol.
# আজকের সাধারণ জ্ঞান : ২৯ আগস্ট ২০১৫
এসইউ/এআরএস/এমএস