আজকের সাধারণ জ্ঞান : ০১ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৫:২৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বেহুলা নাটকটি কার লেখা?
উত্তর : মীর মশাররফ হোসেন।

২. প্রশ্ন : বাংলাদেশে ইসলামি রেনেসাঁর কবি কে?  
উত্তর : ফররুখ আহমদ।

৩. প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ‘বড়াই’ কোন ধরনের চরিত্র?
উত্তর : রাধা-কৃষ্ণের প্রেমের দূতি।

৪. প্রশ্ন : ‘সকলের জন্য মঙ্গলজনক’- এককথায় কী হবে?
উত্তর : সর্বজনীন।

৫. প্রশ্ন : বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
উত্তর : গীতি কবিতা।

৬. প্রশ্ন : ‘বলাকা’ ও ‘দোয়েল’ কী?  
উত্তর : দুটি উন্নত জাতের গম।

৭. প্রশ্ন : ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
উত্তর : লাহোরে।

৮. প্রশ্ন : মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল কোন অঞ্চল?
উত্তর : চট্টগ্রাম।

৯. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবাদক কে?
উত্তর : সৈয়দ আলী আহসান।

১০. প্রশ্ন : বাংলাদেশের সংবিধান সংসদে প্রথম গৃহীত হয় কবে?
উত্তর : ৪ নভেম্বর ১৯৭২।

১১. প্রশ্ন : ‘সানডে টাইমস’ পত্রিকাটি প্রকাশিত হয়-
উত্তর : লন্ডন থেকে।

১২. প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ প্রাণী কোনটি?
উত্তর : নীল তিমি।

১৩. প্রশ্ন : আফগানিস্তানের প্রধান ভাষা কী?
উত্তর : পশতু।
 
১৪ প্রশ্ন : ভুটানের মুদ্রার নাম কী?
উত্তর : গুলট্রাম।

১৫. প্রশ্ন : দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম কী?
উত্তর : ৩৮০ অক্ষরেখা।

১৬. প্রশ্ন : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে-
উত্তর : দর্পণ।

১৭. প্রশ্ন : চীনের রাজাকে কী বলা হতো?
উত্তর : Son of God.  

১৮. প্রশ্ন : আমলকীতে কী ধরনের উপাদান আছে?
উত্তর : অক্সালিক অ্যাসিড।

১৯. প্রশ্ন : চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১,০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত?
উত্তর : ২১.২০ টাকা।

২০. প্রশ্ন : ‘Salt of life’ stands for-
উত্তর : Valuable things.

# আজকের সাধারণ জ্ঞান : ৩১ আগস্ট ২০১৫

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।