২৫ আগস্ট : এক নজরে সারাদিনের খবর
জিয়া ছিলেন বঙ্গবন্ধুর খুনিদের মুখপাত্র : আমু
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের মুখপাত্র হিসেবে হাজির হয়েছিলেন মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘জিয়াউর রহমান ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।’
গণতন্ত্রের বিরুদ্ধে প্রথম সংগ্রাম করেছেন ইনু : গয়েশ্বর
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রথম গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
চলতি বছরেই ২১ আগস্ট মামলা সমাপ্ত
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত।
রাজনৈতিক উদ্দেশ্যেই সোনার ছেলেদের ক্রসফায়ার
ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে যাতে তাদের (বর্তমান সরকারের) মূল তথ্য প্রকাশ না হয় সেই রাজনৈতিক উদ্দেশ্যেই সোনার ছেলেদেরকে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ. স. ম হান্নান শাহ।
অচিরেই খালেদার বিরুদ্ধে চার্জশিট : শেখ সেলিম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২১ আগস্ট গ্রেনেড হামালার আসামি করে অচিরেই তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম।
কথিত বিপ্লবীদের উল্লাসের কথা ভুলিনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ট্যাংকের ওপর দাঁড়িয়ে উল্লাস করেছিল, কথিত সেই বিপ্লবীদের কথা আমরা ভুলিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পাবনায় গণপিটুনিতে নিহত ৩
পাবনার সাঁথিয়া উপজেলার চতুরহাট মোড়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চতুর হাটের কাঠপট্টিতে এ ঘটনা ঘটে।
রেল লাইনের উপর বিকল পড়েছিল কাভার্ড ভ্যানটি
যান্ত্রিক ত্রুটির কারণে আগে থেকেই রেল লাইনের উপরে বিকল পড়েছিল কার্ভাড ভ্যানটি। তাতে ছিল এক হাজার বস্তার ২৫ টন ওজনের এম এইচ গ্রুপের গুড়া দুধ।
জনপ্রশাসনে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অষ্টম বেতন কাঠামো চূড়ান্তকরণ বিলম্বে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে জনপ্রশাসনে।
বিটিআরসির নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট বামরাই তৈরি করেছিল : হানিফ
একটা সরকারকে অস্থিতিশীল করার জন্য যা যা করণীয় একাত্তর পরবর্তী বামপন্থি রাজনীতিকরা তাই করেছিলেন।
রাজাকারের নামফলক প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের
খুলনার যশোর সড়ক থেকে খানে সবুর ও কুষ্টিয়া ইউনিভার্সিটির হল থেকে আজিজুর রহমান এ দুটি স্বাধীনতাবিরোধী রাজাকারের নাম প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
র্যাব বিলুপ্তির প্রয়োজন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন অনুসারেই কাজ করছে র্যাব তাই এই সংস্থাটির বিলুপ্তির প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে সম্প্রীতি বাড়াতে হবে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, দেশের প্রয়োজনেই বাংলাদেশ পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি আরো বাড়াতে হবে।
মিয়ানমার-বাংলাদেশ মৈত্রী সড়ক অনুমোদন
সরকারের অনুমোদন পেলো মিয়ানমার-বাংলদেশ মৈত্রী সড়ক। সড়ক পথে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বাড়াতে এটি করছে বাংলাদেশ।
গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি চলছে
গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
প্রধানমন্ত্রীও জনগণকে ভয় পান: হান্নান শাহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জনগণকে দেখে ভয় পান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
পঞ্চম দফায় দেশে ফিরলো আরো ১২৫ অভিবাসী
উদ্ধার হবার প্রায় তিন মাস পর পঞ্চম দফায় দেশে ফিরলেন অভিবাসন প্রত্যাশী আরো ১২৫ বাংলাদেশি। মঙ্গলবার বেলা পৌনে দুটার দিকে কক্সবাজারের ঘুমধুম সীমান্ত হয়ে তাদের দেশে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একে