চলতি বছরেই ২১ আগস্ট মামলা সমাপ্ত


প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৫ আগস্ট ২০১৫

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়েই ওই হামলা চালানো হয়। আর এ কারণেই ঘটনার আলামত নষ্ট করা হয়েছিল। তবে এই বছরের মধ্যেই ওই মামলা সমাপ্ত হবে।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, অনেকে বলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হামলা হয়েছে। আমি বলি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়, রাষ্ট্রীয় আয়োজনে এ হামলা হয়েছে। এ হামলা তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। ওই সময় রাষ্ট্র আহত-নিহতদের পাশে ছিল না। বরং তারা (রাষ্ট্র) হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছে। মামলার আলামত নষ্ট করেছে।

তিনি বলেন, এতদিন মনে করতাম জামায়াত জঙ্গিদের সহায়তা করে। এখন দেখি বিএনপিও জঙ্গিদের মদদদাতা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তিনজন সদস্যকে জঙ্গি অর্থায়নের দায়ে গ্রেফতারও করা হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা লীগের সাবেক সভানেত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংসদ সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরা।

এএসএস/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।