চলছে বিরতি : বড় সংগ্রহের পথে পাকিস্তান


প্রকাশিত: ০৬:৩২ এএম, ০৭ মে ২০১৫

মিরপুর টেস্টে দিনের দ্বিতীয় ওভারেই মিসবাহ-উল-হককে ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম সেশনে আর কোন সফলতা পায় নি টাইগাররা। অপরদিকে, আজহার আলি ও আসাদ শফিকের দৃঢ়তায় বড় সংগ্রহের পথেই এগিয়ে যাচ্ছে পাকিস্তান।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজে যাওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৪২৮ রান। আজহার আলি ১৭৩ ও আসাদ শফিক ৫৮ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৩২৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের প্রথম সেশনে মিসবাহর উইকেট হারিয়ে ১০৫ রান যোগ করে অতিথিরা।

বৃহস্পতিবারের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন সাকিব আল হাসান। তার বলে বোল্ড হয়ে যান পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক (৯)। মিসবাহ ফিরে গেলেও বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে এরই মধ্যে ১০৫ রানের জুটি গড়েছেন আজহার-শফিক। এই জুটি গড়ার পথে খুব একটা সুযোগও দেননি এই দুই ব্যাটসম্যান।

# ৪০০ পেরিয়ে পাকিস্তান

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।