৪০০ পেরিয়ে পাকিস্তান


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০৭ মে ২০১৫

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড়ে উঠছে পাকিস্তান। এরই মধ্যে ৪০০ রানের কোটা পেরিয়েছে সফরকারীরা।

দ্বিতীয় দিনের খেলার শুরুতেই মিসবাহকে ফেরান সাকিব। মিসবাহ-উল-হক দ্বিতীয় দিনে কোন রান যোগ না করেই আউট হন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৪০৫ রান। ব্যাট করছেন আজহার আলী (১৬২) ও আসাদ শফিক (৪৬)।

এর আগে, বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে পাকিস্তান সংগ্রহ করে ৩ উইকেটে ৩২৩ রান।

নো বলের কল্যাণে একবার করে জীবন পান শতক করা দুই ব্যাটসম্যান আজহার আলি ও ইউনুস খান। মাত্র দুই বল করেই মাঠ ছাড়তে হয় পেসার শাহাদাত হোসেনকে। কয়েকটি ক্যাচ অল্পের জন্য ফিল্ডারের হাত পর্যন্ত যায়নি।

এমআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।