সরকারের উন্নয়ন নিয়ে গান লিখলেন বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

জাতীয় নির্বাচনকে সামনে রেখে থিম সং এবং সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চারটি গানের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব গান উদ্বোধন করেন।

গান চারটির দুটি লিখেছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং দুটি লিখেছেন গীতিকার ও সুরকার হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অমল কুমার ঘোষ। গানগুলো প্রযোজনা করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান সরোয়ার।

অনুষ্ঠানে উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউ ছোট একটি জায়গা। এখানে প্রধানমন্ত্রীর নির্দেশে অনেক নতুন নতুন সেবা চালু করেছি। রোগীরা যেন দেশের বাইরে না গিয়ে এখানে চিকিৎসা নিতে পারেন, এখানে সেই মানের সেবা রয়েছে। আমরা অসহায়-দুস্থদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনদের আলাদা সেবা দিচ্ছি।

তিনি বলেন, আমাদের গান লেখার পেছনে উদ্দেশ্য হলো আমাদের চিকিৎসকরা অনেক পরিশ্রম করেন। আমরা চাই সরকারের উন্নয়ন মানুষ গানে গানে শুনুক। গানের মাধ্যমেও দেশের বাইরে তা প্রচার করুক। প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় সংগীতের পর একটি ‘থিম সং’ থাকা উচিত।

আরও পড়ুন>> আওয়ামী লীগে ‘গৃহদাহ’

সরকারের উন্নয়ন নিয়ে তিনি বলেন, এখন গ্রামে গ্রামে বেনসন সিগারেট পাওয়া যাচ্ছে। গ্রামে এখন খালি গায়ের, খালি পায়ের মানুষ নেই। গ্রামের মানুষ আগে গামছা পরে ঘুরতেন। দেশবাসী সবাই ভোটকেন্দ্রে আসুন। উন্নয়নের সরকারকে ভোট দিন। আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র একটি উৎসবের কেন্দ্র হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহ, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান আলম, সুপার স্পেশালাইজড হাসপাতাল-২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই- মাহাবুব, অধিকতর উন্নয়নসমূহের প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, শিশু হৃদরোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রমের প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. শাখাওয়াত আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল. ডা. রেজাউর রহমান প্রমুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছিলেন।

আরএএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।