৫ বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ


প্রকাশিত: ০৮:০২ এএম, ২৮ জুন ২০১৫

আগামী পাঁচ বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি জানান, দেশকে শিল্পে স্বনির্ভর করতে সরকারের পক্ষ থেকে বিভিন্নমুখি পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর কমানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনেক ক্ষেত্রে মূল্য শুল্কে এখন শিল্পপতিগণ কাঁচামাল আমদানি করছেন। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম মাহজাবিন খালেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।  

মাহমুদ উস সামাদ চৌধুরীর অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএসটিআইয়ের পরীক্ষিত পণ্যের মান ভারত গ্রহণ করতে সম্মত হয়েছে। যা আগে কখনই সম্ভব ছিলো না। এই সমঝোতার আগে বাংলাদেশ থেকে কোনো পণ্য ভারতে রফতানি করা হলে তা ভারতের সরকারি সংস্থার মান পরীক্ষার আগে সে দেশ গ্রহণ করতো না।

তিনি বলেন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে বাংলাদেশ-ভারতের পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে উভয় দেশের মান সংস্থার পরীক্ষিত পণ্যর গুণগত মানসনদ যাতে উভয় দেশে গৃহীত হয় সে লক্ষ্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিটি বাস্তবায়িত হলে বিএসটিআই কর্তৃক পণ্যের গুণগত মান ভারতের গ্রহণ করতে আরা বাধা থাকবে না।

মন্ত্রী আরো বলেন, বিএসটিআইকে আরো আধুনিক ও কার্যকর করার জন্য ভারতীয় ক্রেডিট লাইন এগ্রিমেন্টের আওতায় মেট্রোলোজি অ্যান্ড স্ট্রেনথিং অব বিএসটিআই শীর্ষক একটি আমব্রেলা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে খাদ্যপণ্য পরীক্ষাকরণ ছাড়াও স্বর্ণ এবং ব্রিক টেস্টিং ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হচ্ছে। ইতিমধ্যে ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (এনএমএল) আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বলে জানান তিনি।

এ কে এম রহমতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কর্পোরেশন বা সংস্থার নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহ বৈদেশিক অর্ডার নির্ভরশীল নয়। মূলত দেশীয় চাহিদা মেটানোর লক্ষ্যেই স্থাপিত। তাছাড়া দেশের হস্ত ও কারুশিল্পীদের পণ্য বিদেশে রফতানি বৃদ্ধির লক্ষ্যে উদ্যোক্তাদের বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের জন্য প্রেরণ করা হয়।

# দেশে নিবন্ধিত শিল্প কারখানা ৩৭ হাজার ৩৩১টি : শিল্পমন্ত্রী

এইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।