দেশে নিবন্ধিত শিল্প কারখানা ৩৭ হাজার ৩৩১টি : শিল্পমন্ত্রী


প্রকাশিত: ০৭:১৯ এএম, ২৮ জুন ২০১৫

দেশে ১৯৯১-৯২ অর্থবছর থেকে ডিসেম্বর ২০১৪ সর্বমোট ৩৭ হাজার ৩৩১টি শিল্প কারখানা বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।

মন্ত্রী বলেন, এগুলোর মধ্যে স্থানীয় বিনিয়োগে ৩৪ হাজার ২৩১টি এবং শতভাগ বিদেশি/যৌথ বিনিয়োগে তিন হাজার ১০০টি।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুন্সিগঞ্জ-১ আসেনর সুকুমার রঞ্জন ঘোষের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

এছাড়াও আট লাখ ৩২ হাজার ৫৩৬টি কুটির শিল্প এবং এক লাখ ১০ হাজার ৭৯৬টি ক্ষুদ্র শিল্প রয়েছে বলে জানান তিনি।

এইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।