০৭ জুলাই : এক নজরে সারাদিনের খবর
এটা স্রেফ গুজব : সৈয়দ আশরাফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অপসারণের বিষয়ে অবশেষে মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ নিয়ে দিনভর নানা আলোচনার পর বিকেলে কিশোরগঞ্জে আসেন তিনি।
হজযাত্রীদের নাম রেজিস্ট্রেশনে অনিয়ম তদন্তের দাবি সংসদে
এ বছর হজযাত্রীদের নাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনিয়ম করেছেন এমন অভিযোগ করে তা তদন্ত করা এবং কোটার অতিরিক্ত ২৫ হাজার হজযাত্রীকে হজে পাঠানোর ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়েছে সংসদে।
অস্বস্তিতে মায়া-কামরুল-শাহরিয়ার
বেশ কিছু রদবদল আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেয়ার গুঞ্জন ওঠায় বিষয়টি স্পষ্ট হলো।
আইজিপির বিরুদ্ধে বিএনপির বক্তব্য ভুল
বিএনপির সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স।
একনেকে ৮ প্রকল্পের অনুমোদন
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজকের একনেক সভায় ১০ হাজার ৫৫৩ কোটি টাকার মোট আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
টাইগারদের ওয়ানডে দল ঘোষণা
মাশরাফিকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ২ ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও হেরে প্রোটিয়াদের কাছে টি-টোয়েন্ট সিরিজ হারলো বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩১ রানে পরাজিত করে ২-০ তে সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা।
স্বাস্থ্য সেক্টরে অধ্যক্ষ পরিচালকসহ বিভিন্ন পদে রদবদল
সরকারি মেডিকেল কলেজসহ স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরিচালক ও অধ্যাপকসহ বিভিন্ন পদে রদবদল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ঢাবিতে ভর্তি পরীক্ষা নিয়ে রায় বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ নিয়ে করা রিট আবেদনের ওপর রায়ের দিন বুধবার ধার্য করেছেন আদালত।
আসলেই ব্রাজিলের গম দেখতে খারাপ : খাদ্যমন্ত্রী
ব্রাজিলের গমের গুণগত মান ভালো হলেও এটি দেখতে খারাপ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল। মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভুলে ভরা ছাত্রদলের গঠনতন্ত্র
৩৬ বছরের পুরনো ভুল বানানের খসড়া গঠনতন্ত্র দিয়েই চলছে বিএনপির শক্তিশালী অঙ্গসংগঠন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম।
সাকার আপিলের রায় ২৯ জুলাই
মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায়ের দিন ২৯ জুলাই ধার্য করেছেন আদালত।
অবশেষে দল থেকে ছাঁটাই হচ্ছেন লতিফ সিদ্দিকী
অবশেষে দল থেকে ছাঁটাই হচ্ছেন লতিফ সিদ্দিকী। সাবেক এ মন্ত্রীকে দল থেকে বহিস্কার করেত প্রায় আট মাস পর একটি চিঠি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাতে পৌঁছেছে। চিঠিটি দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের পাঠানো চিঠি ৫ জুলাই স্পিকারের কাছে পৌঁছেছে বলে জানা গেছে।
কোন ক্ষমতায় মায়া মন্ত্রী জানতে চেয়ে রিট
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কোন ক্ষমতাবলে মন্ত্রী ও এমপি পদে বহাল আছেন তা জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
একে/আরআইপি