ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণের ক্ষেত্রে ডলারের বিকল্প হিসাবে অন্য মুদ্রায় ঋণ নেওয়ার সুবিধা রয়েছে। এর ফলে ওই জোটের সদস্যভুক্ত যে কোনো দেশের পণ্য কিনতে সেই দেশের মুদ্রায় ঋণ নিলে লাভবান হওয়া যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
Advertisement
বুধাবর (১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল ২০২৩ পাসের সময় বিরোধীদলের সদস্যদের আলোচনার পর আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা জানান।
বিলটির ওপর আনা জনমত যাচাই-বাছাই প্রস্তাব নিয়ে আলোচনায় বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বিশ্বব্যাংক, আইএমএফ এর বিকল্প হিসেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দাঁড়ালে বাংলাদেশের মতো দেশগুলোর সুবিধা হবে বলে মন্তব্য করেন।
আরও পড়ুন>>> ব্রিকস সম্মেলন ও নয়া বিশ্বব্যবস্থা
Advertisement
এদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ব্রিকস এর সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এ দেশগুলো সম্মিলিত আর্থিক প্রতিষ্ঠান।
বিল পাসের বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যদিও বলা হয়েছে যে এ ব্যাংক থেকে ঋণ নিলে ফ্লেক্সেবলিটি আছে যে কোনো কারেন্সিতে ঋণ নেওয়া যায়। তার মানে এই নয় যে আমরা যদি ডলারে ঋণ নিতে চাই আমরা এই ব্যাংক থেকে ডলারেও ঋণ নিতে পারবো না। দেয়ার ইজ এ বাস্কেট অব কারেন্সি এই ব্যাংকে ওই বাস্কেট অব কারেন্সি থেকে যেটা আমাদের প্রয়োজন হবে।
যেমন যদি আমরা চীন থেকে কোনো সরঞ্জাম কিনতে যাই তখন ইউয়ান সেইটা যদি আমাদের লাগে তখন সেইটাই নিতে হবে। লাভটা কোথায়, লাভটা হচ্ছে এ যে কারেন্সি সেই যে সময় রেটের যে উঠা নামা এখানে যে লস এ্যান্ড গেইন এইটা থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু এমন না যে ডলারে আমরা এখান থেকে ঋণ নিতে পারবো না। আমার মনে হয় তিনি এখন ভয় থেকে, আশঙ্কা থেকে মুক্ত।
আরও পড়ুন>>> কৌশলগত অংশীদারদের ব্রিকস জোটে নিতে চায় ভারত
Advertisement
এর আগে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য শামীম হায়দার পাটোয়ারি তার বক্তব্যে ব্রিকস এর এ ব্যাংক থেকে ডলারেও ঋণ নেওয়া যাবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
এ বিলের ওপর জনমত যাচাইয়ের আলোচনায় মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের মতো তৃতীয় বিশ্বের যারা নাকি ডেভেলপ কান্ট্রি তারা আশাবাদী হচ্ছি ব্রিকস এর যদি সদস্য হতে পারি এবং ব্রিকস এর যারা উদ্যোক্তা যে কয়েটি দেশ, ব্রিকস যদি প্যারালাল হিবেবে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর প্যারালাল হিসেবে দাঁড়ায় আমাদের মতো দেশের অনেক সুবিধা হবে।
আইএইচআর/এমআইএইচএস/এমএস