আইন-আদালত

নিজামীর আপিলের পরবর্তী শুনানি ৩ নভেম্বর

একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর পরবর্তী আপিল শুনানি ৩ নভেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে আসামি ও রাষ্ট্র পক্ষকে যুক্তিতর্কের লিখিত সারসংক্ষেপ আদালতে জমা দিতেও বলা হয়েছে।বুধবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। বুধবার আদালতে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের ৩ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও শিশির মনির।এর আগে সকালে আপিল শুনানি পেছাতে আসামিপক্ষের আবেদন খারিজ করে দিয়ে শুনানি শুরুর নির্দেশ দেন আপিল বিভাগ।প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীর মামলায় রায় ঘোষণা করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আবেদনে ফাঁসির রায় বাতিল করে খালাস চান নিজামী।# নিজামীর আপিলের পেপারবুক পাঠ শুরুএফএইচ/এআরএস/পিআর

Advertisement