স্বাস্থ্য

শারীরিক অবস্থার অবনতি : কেসপারকে আইসিইউতে স্থানান্তর

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশু সাদমান কেসপারকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অপারেশন পরবর্তী জটিলতার কারণে লাং (ফুসফুস) এ সমস্যা দেখা দিলে শুক্রবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে বিএসএমএমইউতে কেসপারের পেটে সফল অস্ত্রোপচার হয়। দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর তার শরীরে রক্তক্ষরণের কারণ ও অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। খাদ্যনালীতে ‘মেকলস ডাইভার্টিকুলাম’ নামে শরীরের একটা অংশ (অ্যাপেনডিসাইটিসের মতো অপ্রয়োজনীয় একটা অংশ) শনাক্ত হলে তা কেটে ফেলা হয়। এর আগে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে প্রথম দফা অস্ত্রোপচারে রক্তপাতের উৎপত্তিস্থল খুঁজে পেতে চিকিৎসকরা ব্যর্থ হয়েছিলেন।সফল অস্ত্রোপচারের খবর শুনে কেসপারের বাবা-মা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষিরা আশার আলো দেখেছিলেন, কিন্তু তা কয়েক ঘণ্টার মধ্যেই ম্লান হয়ে যায়। অস্ত্রোপচারের পর তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতার কারণে ওই ওয়ার্ডেই তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেয়া হয়। কিন্তু ক্রমান্বয়ে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে কেসপারের।নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিএসএমএমইউতে নবজাতক ও  প্রাপ্তবয়স্কদের জন্য আইসিইউ থাকলেও কেসপারের বয়সী শিশুদের জন্য তা নেই। ফলে চিকিৎসকদের পরামর্শে তাকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়।বিএসএমএমইউ’র শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শফিকুল হক (৮ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান) শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় জাগো  নিউজকে বলেন, সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কেসপারের শারীরিক অবস্থা সংকটাপন্ন। সফল অস্ত্রোপচার হলেও পরবর্তী জটিলতার কারণে ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে। কেসপারকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।শনিবার দুপুরে কেসপারের বাবার মোবাইলে যোগাযোগ করা হলে নিরব নামে একজন কেসপারের বিষয়ে মিডিয়ার সাথে কোনো কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, দয়া করে মিডিয়ার লোকজন আমাদের সাথে যোগাযোগ করবেন না। আপাতত মিডিয়ার কোনো সহায়তা দরকার নেই।# অনবরত রক্তক্ষরণ : জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিশু সাদমান কেসপার# রক্তরক্ষণ আপাতত বন্ধ : কেসপারের শারীরিক অবস্থা স্থিতিশীল# কেসপারের দেহে সফল অস্ত্রোপচার : আইসিইউ সাপোর্টে চিকিৎসাধীন!# বিএসএমএমইউর আইসিইউতে চিকিৎসা না পেয়েই কেসপারের মৃত্যু!

Advertisement

এমইউ/একে/এমআরআই