জাতীয়

২৬ আগস্ট : এক নজরে সারা দিনের খবর

পিছু হটলো আরাকান আর্মিবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে অবশেষে পিছু হটেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। বুধবার রাত সাড়ে আটটার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. মহসিন রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।ঐক্যবদ্ধ না থাকলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে ফাইল ছবিআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ না থাকলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে।দেশ এগিয়ে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় করেছে মিডিয়াসমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, রানা প্লাজার ঘটনা প্রকাশের মাধ্যমে মিডিয়া বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করেছে। বারবার টেলিভিশনে খবর প্রকাশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোঠা সিস্টেম তুলে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের মাঝে দেশাত্ববোধ থাকলে এমনটি করা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।ছাত্রলীগকে খবরের শিরোনাম না হওয়ার আহ্বানছাত্রলীগকে খবরের শিরোনাম না হওয়ার আহ্বন জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বন জানান। হল শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।চিনি আমদানিতে শুল্ক বাড়লচিনি আমদানিতে ২০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক দিতে হবে ব্যবসায়ীদের। একই সঙ্গে পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানিতে নতুন ট্যারিফ মূল্য নির্ধারণ করছে সরকার। এর ফলে দেশীয় চিনি শিল্পগুলো সুরক্ষা পাবে। তবে এর ফলে বাড়তে পারে চিনির দাম। বুধবার এ নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।ফখরুলসহ ২৬ নেতাকর্মীর অভিযোগ গঠন শুনানি ১ অক্টোবরনাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই দিন ধার্য করেন।নারীসহ ১৫ ভুয়া চাকরিদাতা আটকরাজধানীর উত্তরা এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৫ জন ভুয়া চাকরিদাতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণ পাঠানোর সুপারিশদেশের বিভিন্ন জায়গায় বন্যা ও নদী ভাঙনের কারণে বিপাকে পড়া মানুষের কাছে যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী না পৌঁছানোয় উদ্বেগ প্রকাশ করে সেইসব এলাকায় দ্রুত ত্রাণসামগ্রী পাঠানোর ‍সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সেই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত ফান্ডের বরাদ্দ বাড়ানোরও সুপারিশ করে কমিটি।যোগ্যরা পদোন্নতি বঞ্চিত কেন : জানতে চায় কমিটিপদোন্নতি পাওয়ার সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও গত পদোন্নতির সময় কেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বঞ্চিত হলেন এর কারণ জানতে চেয়েছে জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সেই সঙ্গে পদোন্নতি বঞ্চিত এসব কর্মকর্তাদের সঠিক তথ্য সংগ্রহ করে তাদের তালিকা তৈরি করে আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।বিদেশ সফরের জন্য ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব!চীন ও ভিয়েতনাম সফরের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ সফরের জন্য এ টাকা চাওয়া হয়েছে।বৃহস্পতিবার তিন কোম্পানির এজিএমপুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো- তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ইবনে সিনার অস্বাভাবিক দর বাড়ার কারণ নেইপুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লি. এর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।অভ্যন্তরীণ কোন্দলে বঙ্গবন্ধু নিহত হয়েছেনআওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।১০ বছর বয়সীর বড়শিতে ২২০ কেজি মাছ!কানাডায় ১০ বছর বয়সী এক বালক বড়শি দিয়ে ২২০ কেজি ওজনের একটি টুনা মাছ শিকার করেছে। কুন নর্টন নামের ওই বালক পরিবারের সঙ্গে প্রিন্স এডওয়ার্ড দ্বীপ বেড়াতে যায়। সেখানে সবার সঙ্গে সমুদ্রে মাছ ধরছিলো সে।গুজরাটে পুলিশের গুলিতে নিহত ৩ : সেনা মোতায়েনভারতের গুজরাটে শিক্ষা ও চাকরিতে বিশেষ কোটার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের চলমান বিক্ষোভে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। রাজ্যটির রাজধানী আহমেদাবাদে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।ঘুমন্ত নারীর সঙ্গে ধর্মযাজকের অশালীন আচরণ : কারাদণ্ডবিমানে ঘুমন্ত নারীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে এক ধর্মযাজককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। সোমবার লস অ্যাঞ্জেলসের ফেডেরাল কোর্ট হেসুমারিয়া নামের ওই যাজককে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়।এক মাসের ছুটি পেয়ে আবারো বিতর্কে মুন্নাভাইদিন কয়েক আগেই ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে কারাগারে বসে মেয়ের জন্মদিন পালন করলেন বলিউডের ‌‘মু্ন্না ভাই’ সঞ্জয় দত্ত। এবার অসুস্থ মেয়ের পাশে থাকতে কারাগার থেকে বাড়ি ফিরছেন স্বজন খ্যাত এই অভিনেতা।ষাট বছরেও জীবন্ত পথের পাঁচালিউপমহাদেশের চলচ্চিত্র নিয়ে কথা বলতে গেলে সবার আগে চলে আসে সত্যজিত্‍ রায়ের নাম। তার নির্মাণগুলো আজও দর্শকদের সেরা পছন্দ; চলচ্চিত্র নিয়ে আগ্রহীদের শিক্ষালয়। আজ থেকে ষাট বছর আগে এই নির্মাতা নির্মাণ করেন তার প্রথম ছবি।শাহরুখের বাবার পছন্দ কাজলের মাকেবলিউডের রুপালি পর্দায় সবচেয়ে জনপ্রিয় জুটি হিসেবে ধরা হয় কাজল ও শাহরুখ খানকে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায় ও কাভি খুশি কাভি গামের মতো জনপ্রিয় রোমান্টিক ছবিতে কাজ করে তারা স্থান করে নিয়েছেন দর্শক হৃদয়ে।এসকেডি/আরআইপি

Advertisement