যোগ্যরা পদোন্নতি বঞ্চিত কেন : জানতে চায় কমিটি
পদোন্নতি পাওয়ার সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও গত পদোন্নতির সময় কেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বঞ্চিত হলেন এর কারণ জানতে চেয়েছে জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সেই সঙ্গে পদোন্নতি বঞ্চিত এসব কর্মকর্তাদের সঠিক তথ্য সংগ্রহ করে তাদের তালিকা তৈরি করে আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশ দেয়া হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, এ.বি.এম ফজলে করিম চৌধুরী, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আব্দুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ এবং আব্দুল্লাহ বৈঠকে অংশ নেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হয়। এসময় কমিটির বেশ কয়েকজন সদস্য জানান, গত পদোন্নতির সময় সঠিক নিয়ম মানা হয়নি এমন অভিযোগ তাদের কাছে রয়েছে। এ কারণে অনেক যোগ্য কর্মকর্তাও পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। এর কারণ উদঘাটন করা দরকার।
এসময় কমিটি বঞ্চিতদের সঠিক তথ্য সম্বলিত তালিকা তৈরি করে আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেন। একইসঙ্গে পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান এ.সি.আর পদ্ধতির স্থলে পারফরমেন্স বেইসড মূল্যায়ন পদ্ধতি চালুর সুপারিশ করা হয়।
এছাড়া বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিয়েতনাম ও চীন সফরের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।
এইচএস/এসকেডি