সিরাজগঞ্জে কোটি টাকা উদ্ধারের ঘটনায় আটক দু’জনের নামে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার বাদী বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আহসান হাবিব জানান, বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমান রিমান্ড শুনিনি শেষে এ আদেশ দেন।এর আগে জেলহাজতে থাকা টাকা পাচারকারী রাজশাহীর দুর্গাপুর থানার দেবীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২৮) ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাঁশগাঁও গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে প্রাইভেটকারের চালক বাবু ওরফে যুবরাজের (২৮) নামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার থেকেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বর এলাকা থেকে এক কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৫’শ টাকা, প্রাইভেটকারসহ এই দুই যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আহসান হাবিব বাদী হয়ে আটক দুই যুবকের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করেন।আটকের পর তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত টাকা সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি আবু সাঈদ সুইট (৪৫), জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম জানবক্সের ছেলে ঠিকাদার যুবদল কর্মী সেলিম আহম্মেদ (৩৭) ও বিএ কলেজ রোডের মৃত গিয়াস উদ্দিন তালুকদারের ছেলে যুবদলকর্মী কুদরত-ই-খোদা রাজিব (৩৫) এবং মিরপুর মহল্লার মৃত বাকি সরকারের ছেলে যুবদলকর্মী হুমায়ুন কবির (৪০) এর নির্দেশে শহরের চামড়াপট্টি থেকে ঢাকায় এসবির উপ-পরিদর্শক ছানোয়ার হোসেনের (৩৫) কাছে নিয়ে যাচ্ছিল। টাকাগুলো নাশকতা, চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহার হতো বলেও তারা জানিয়েছেন।মামলার বাদী বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক আহসান হাবিব জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকা বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের তাৎক্ষণিক দেয়া তথ্যের ভিত্তিতে উল্লেখিত পাঁচজনকে নোটিশ করে শনিবার থানায় হাজির হতে বলা হয়েছে।উল্লেখ্য, এক কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৫শ` টাকাসহ গত মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ দুই ব্যক্তিকে আটক করে। উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেটকারে ঢাকা যাবার পথে সেতুর পশ্চিমে গোল চত্বর এলাকায় তাদের থামার জন্য সংকেত দিলেও তারা তা অগ্রাহ্য করে সেতুর উপর উঠে যায়।পরে সেতুর দুই প্রান্তের পুলিশ তাদের গতিরোধ করে প্রাইভেটকারটি সেতুর পশ্চিম থানায় আনা হয়। সেখানে প্রাইভেট কারটিতে তলাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ টাকা উদ্ধার ও দুই জনকে আটক করা হয়।## বঙ্গবন্ধু সেতুতে বিপুল পরিমাণ টাকাসহ আটক দুইবাদল ভৌমিক/বিএ
Advertisement