বঙ্গবন্ধু সেতুতে বিপুল পরিমাণ টাকাসহ আটক দুই
এক কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রফিকুল ইসলামের ছেলে ও প্রাইভেটকার চালক বাবু ইসলাম (২৮) ও রাজশাহীর দেবীপুরের খলিলুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২৮)।
বঙ্গবন্ধু সেতু থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোবাহান আলী জানান, উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে গোলচত্বর এলাকায় তাদের থামার জন্য সংকেত দিলেও তারা তা অগ্রাহ্য করে সেতুর ওপর উঠে যায়।
পরে সেতুর দুই প্রান্তের পুলিশ তাদের গতিরোধ করে প্রাইভেটকারটি সেতুর পশ্চিম থানায় আনা হয়। এরপর সেখানে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে এক কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
টাকার ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো উত্তর দিতে পারনি। আর সে কারণে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাদল ভৌমিক/এআরএ/আরআইপি