জাতীয়

ব্লগার নিলয় হত্যা : গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে

ব্লগার নিলাদ্রি চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেফতারকৃতরা হচ্ছেন সাদ আল নাহিয়ান এবং মাসুদ রানা। সর্বশেষ রাত ১০টায় পর্যন্ত আটককৃতদের ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ও মিরপুর থেকে তাদের গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম। তবে গত বুধবার নাহিয়ানকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের জানান তার বাবা নজরুল ইসলাম।ডিবির পূর্ব জোনের ডিসি মাহবুব আলম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দু`জন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে ব্লগার নিলয় হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি এখনো স্বীকার করেননি তারা।ডিবি সুত্র জানায়, সর্বশেষ বৃহস্পতিবার রাত ১০টায় ডিএমপি ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দু`জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে নিলয় হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেলে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করা হবে।মুনতাসিরুল ইসলাম আরো জানান, শুক্রবার এই মামলার সর্বশেষ অবস্থা ও দুজনের সংশ্লিষ্টতার বিষয়ে সংবাদ সম্মেলন করা হতে পারে।আটককৃতদের মধ্যে নাহিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। আটকের আগে তিনি জামিনে ছিলেন। নাহিয়ান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা বলে জানা গেছে।প্রাথমিকভাবে মাসুদ রানার পরিচয় না জানা গেলেও ওয়াশিকুর রহমান হত্যার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে ডিবি।গত শুক্রবার রাজধানীর পূর্ব গোড়ানে দুর্বৃত্তরা নিলয়কে কুপিয়ে হত্যা করে। এঘটনায় সেদিন রাতে নিলয়ের স্ত্রী আশা মনি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিলয় একজন এনজিও কর্মীর পাশাপাশি ব্লগে লেখালেখি করতেন এবং গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।## ব্লগার নিলয় হত্যা : জড়িত সন্দেহে আটক ২এআর/জেইউ/বিএ

Advertisement