আইন-আদালত

সিরাজ মাস্টার ও আকরামের রায় পড়া চলছে

একাত্তরে মানবাতাবিরোধী অপরাধে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেনের মামলার রায় পড়া চলছে। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দুই জনের বিরুদ্ধে রায় পাঠ করছেন।  রায়ে মোট ১ শত ৩৩ পৃষ্ঠা রয়েছে। যার সংক্ষিপ্ত অংশ পাঠ করবেন বিচারপতিরা।রায় পাঠ করার আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আজ বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেন মামলার রায় ঘোষণা করা হবে। তবে এই মামলার অপর আসামী আব্দুল লতিফ তালুকদার মৃত্যুবরণ করায় তার মামলার বিষয়ে প্রয়োজনীয় আদেশ দিয়েছি।মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেনকে ট্রাইব্যুনালে হাজত খানায় আনা হয়। পরে ১০ টা ৫৫ মিনিটে আদালতের এজলাস কক্ষে আসামির কাঠগড়ায় আনা হয় এবং সকাল ১১ টার দিকে রায় পাঠ শুরু করেন।গত ৮ আগস্ট রায় ঘোষণার জন্য ১১ আগস্ট মঙ্গলবার দিন ঠিক করে তারিখ ঘোষণা করেন আদালত।তারও আগে গত ২৩ জুন মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে যে কোন দিন রায় (সিএভি) ঘোষণার জন্য রাখা হয়। এ মামলার তিন আসামির মধ্যে আসামি আব্দুল লতিফ তালুকদার গত ২৮ জুলাই কারাবন্দি অবস্থায় মারা গেছেন। তাই তার মামলার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ট্রাইব্যুনাল।# সিরাজ মাস্টার ও আকরামের রায় আজএফএইচ/এসকেডি/এমএস

Advertisement