ফিচার

আজকের জোকস : ৪ আগস্ট ২০১৫

মা : নালায়েক! তুই আবার ফেল করেছিস? পাশের বাসার রুমকীকে দেখ, কত্ত ভালো রেজাল্ট করেছে ও!ছেলে : ওকে আর নতুন করে কী দেখব? পরীক্ষার হলে বসে বসে ওকে দেখছিলাম বলেই তো আজ এই দশা!***ছেলে : তুমি খুব সুন্দর একটি শাড়ি পরেছো।মেয়ে : জ্বি, ধন্যবাদ।ছেলে : লিপস্টিক এবং মেকআপও অনেকভাল করেছ।মেয়ে : জ্বি, ধন্যবাদ।ছেলে : অনেক জমকালো গয়নাও পরেছো সুন্দর করে।মেয়ে : (একটু ভাব নিয়ে) ধন্যবাদ ভাইয়া।ছেলে : তবুও তোমাকে দেখতে পেত্নীর মতো লাগছে!***এক মাতাল বন্ধুদের সাথে পিকনিক করার জন্য নিজের বাড়ি থেকেই ছাগল চুরি করে নিয়ে গেল। রাতভর খুব আনন্দ করলো । খুব মজা করে খাওয়া দাওয়া করলো সবাই।  সকালে বাড়িতে ফিরে দেখলো ছাগল বাড়িতেই আছে! স্ত্রীকে জিজ্ঞাসা করল, `ওই, ছাগল আইলো কই থিকা?`স্ত্রী : আরে রাখো তোমার ছাগল। তার আগে কও, কাল রাইতে তুমি চোরের মত আমার কুত্তাডারে লইয়া কই গেছিলা? # আজকের জোকস : ৩ আগস্ট ২০১৫# আজকের জোকস : ২ আগস্ট ২০১৫# আজকের জোকস : ০১ আগস্ট ২০১৫

Advertisement

আজকের জোকস : ৩০ জুলাই ২০১৫

# আজকের জোকস : ৩০ জুলাই ২০১৫# আজকের জোকস : ২৯ জুলাই ২০১৫এইচএন/এমএস