আজকের জোকস : ২৯ জুলাই ২০১৫


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২৯ জুলাই ২০১৫

স্ত্রী : (ফোন করে) এই তুমি কি করছো?
স্বামী : অফিসে আছি জানু কাজের খুব চাপ। তুমি কি করছো?
স্ত্রী : KFC তে আছি তোমার পিছনের টেবিলে। আর তোমার ছেলে বলছে, `আব্বুর পাশে ঐ কাজের বুয়াটা কে বসে আছে?`

***
আবুল একদিন একা একটি রেস্টুরেন্ট এ বসে ছিল।
হঠাৎ একটি মেয়ে তার কাছে এসে মিষ্টি করে হেসে বললো, `এক্সকিউজ মি, আপনি কি একা?` আবুলের মনে ঢোল, ড্রাম, গিটার একসঙ্গে বাজতে শুরু করল। সে উত্তর দিলো, `না কেউ নেই`। মেয়েটি আরেকটু মিষ্টি করে হেসে বললো, `তাহলে চেয়ারটা নিয়েই যাই, আপনার তো আর লাগবে না!`

***
বল্টু এফএম রেডিও স্টেশনে কল করল, `হ্যালো, এটা কী এফএম ৯৭.৫?`
আরজে : জ্বী, বলুন।
বল্টু : আমার কথা কি পুরো শহরে শোনা যাচ্ছে?
আরজে : হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে বলুন।
বল্টু : তার মানে আমার বোন যে রেডিও শুনছে, সেও শুনতে পাচ্ছে?
আরজে : (রাগতস্বরে) আরে বেকুব হ্যাঁ।
বল্টু : হ্যালো পিংকি, যদি আমার কথা শুনতে পাস তাহলে জলদি পানির মোটর চালু কর। আমি টয়লেটে বইসা আছি আর পানি শেষ। তোর নাম্বারটাও বন্ধ। জলদি কর!

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।