জাতীয়

২২ জুলাই : একনজরে সারাদিনের খবর

জাফলংয়ে কবি নজরুল কলেজের ২ ছাত্র নিখোঁজসিলেটের পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নেমে কবি কাজী নজরুল সরকারি কলেজের দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে পিয়ান নদীর বলাঘাটের জিরো পয়েন্টে তারা নিখোঁজ হন। সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।বাস্তবে দেখা মিললো এক বজরঙ্গী ভাইজানেরবজরঙ্গী ভাইজানের আলোড়ন কেবল পর্দা কাঁপাতে আর মানুষের আবেগকে উসকে দিয়ে অশ্রু বিসর্জন করানোয়! এমনকি সতীর্থের মনোমুগ্ধকর ছবি দেখে কেঁদেছেন আমির খানও। সিনেমার বজরঙ্গী ভাইজান সালমান কামিয়েছেন আরো নাম-ধাম, আর বলাই বাহুল্য অর্থযোগও হয়েছে তার। ছোট্ট হারশালি শর্মাও হয়েছেন শতাব্দীর সেরা আবিষ্কার।বান্দরবানে প্রকৃতির খোঁজে হাজারো পর্যটকঈদের ছুটি শেষে অফিস-আদালত আবার কর্মমুখর হয়ে উঠলেও পর্যটকদের বান্দরবানের দর্শনীয় স্থানসমূহ ঘুরে বেড়ানোর তৃপ্তি যেন কিছুতেই মিটছে না। সবুজের চাদরে ঢাকা প্রকৃতিকে দেখার এবং সারি সারি পাহাড়ের ওপর দিয়ে মেঘের ভেলা ভেসে বেড়ানোর দৃশ্য উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন পার্বত্য জেলা বান্দরবানে।রাজন হত্যা : কামরুলের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশসিলেটে কিশোর সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করার দায়ে অভিযুক্ত প্রধান আসামি কামরুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। ইন্টারপোল ওয়েব পেইজে কামরুলের বিরুদ্ধে এই নোটিশ জারি করেছে এবং ফেরারি হিসেবে কামরুলের ছবিসহ ব্যক্তিগত তথ্য ওয়েব পেইজে দেয়া হয়েছে।ফালুর বিদেশ যাওয়ার অনুমতি সংক্রান্ত আবেদন হাইকোর্টে খারিজবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন (এনটিভির) ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালুর বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার তার পক্ষে করা এক আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্ররাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, এমকে আনোয়ারসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বুধবার বিকেলে এ অভিযোগপত্র দাখিল করা হয়।বাবার হাতে ধর্ষণের শিকার কিশোরীমুম্বাইয়ের একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে। এক চিঠিতে ওই ছাত্রী তার স্কুলের শিক্ষিকার কাছে কাগজে লিখে এ কথা জানায়।চিঠিতে ওই ছাত্রী লিখে, প্রতিদিন ধর্ষণ করে বাবা। আর মা এসে খেতে দেয় ওষুধ। সাত বছর বয়স থেকে চলছে এসব।তৈরি পোশাকের দাম বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরবাংলাদেশের তৈরি পোশাক পণ্যের দাম বাড়াতে বিদেশি ক্রেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই অর্থ এই শিল্পের ৪০ লাখ শ্রমিকের অধিকতর কল্যাণে ব্যয় হবে।সালাহউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠনভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মেঘালয়ের শিলং আদালত। বুধবার সকালে শিলং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় সালাহউদ্দিনকে। পরে তার বিরুদ্ধে শুনানি শেষে অভিযোগ গঠন করেন আদালত।নতুন বিতর্কে মেসিগ্যাবন স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে গ্যাবনের কলঙ্কিত প্রেসিডেন্ট আলি বঙ্গোর কাছ থেকে প্রায় আড়াই মিলিয়ন ইউরো পারিশ্রমিক নিয়ে নতুন এক বিতর্কে জড়ালেন আর্জেন্টিনা ও বার্সা তারকা লিওনেল মেসি। যদিও গ্যাবন প্রেসিডেন্টের পক্ষ থেকে মেসিকে পারিশ্রমিক দেয়ার বিষয়টি অস্বীকার করা হয়।বেসরকারি হজযাত্রীদের পূর্ণাঙ্গ ডাটা ওয়েবসাইটে আপলোডের নির্দেশনাবেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও ছবি ওয়েবসাইটে আপলোডের জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশনা প্রদান করেছে ধর্ম মন্ত্রণালয়। খোঁজ নিয়ে জানা গেছে- হজযাত্রীদের পূর্ণাঙ্গ ডাটা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানোর নিয়ম থাকলেও বেশ কিছু এজেন্সির কাছ থেকে এখনো প্রয়োজনীয় তথ্য-উপাত্ত না পাওয়ায় তা পাঠাতে পারছেনা ধর্ম মন্ত্রণালয়।ঈদ ফেরত মানুষের ঢল গাবতলী বাস টার্মিনালেঈদ ফেরত মানুষের ঢল নেমেছে গাবতলী বাস টার্মিনাল এলাকায়। সকাল ১০টার পর থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসগুলো একের পর এক পৌঁছাতে থাকে গাবতলী টার্মিনাল এলাকায়। এ দিকে যাত্রীরা বলছেন, যানজটের ভোগান্তি না থাকলেও কোনো কোনো গাড়িতে দুই তিনগুণ বেশি ভাড়া দিয়ে তাদের আসতে হয়েছে।জুলাই থেকে এরিয়ার বিল পাবেন সরকারি চাকরিজীবীরাসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর মূল বেতন বাস্তবায়ন জুলাই থেকেই কার্যকর হচ্ছে। তবে ভাতা কার্যকর হবে আরো পরে। সরকার যখনই আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করুক না কেন, জুলাই মাস থেকে এরিয়ার পাবেন সরকারি চাকরিজীবীরা।অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। জানতে চাইলে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি জাগো নিউজকে বলেন, বড় ধরনের ব্যয় বাড়ছে। তবে সরকার প্রস্তুত। বেতন কাঠামো যখনই ঘোষণা করা হোক না কেন এরিয়ার হিসেবে জুলাই থেকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেয়া হবে।ট্রেনে স্বস্তিতে ফিরছেন কর্মজীবী মানুষনাড়ির টানে বাড়ি ফেরা মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরছেন কর্মব্যস্ত নগরী রাজধানী ঢাকায়। ট্রেনের শিডিউলে তেমন কোনো বিপর্যয় না হওয়ায় সহজেই রাজধানীতে আসছেন যাত্রীরা। ঈদের পঞ্চমদিন বুধবার কমলাপুর স্টেশনে লক্ষ্যণীয় ভিড় ছিল ঢাকা ফেরা মানুষদের।এদিকে ভোর থেকেই ট্রেনের ভেতরে, বাইরে, দাঁড়িয়ে, বসে ঢাকায় ফিরে আসতে দেখা গেছে যাত্রীদের। তবে এবার অন্যান্য বারের তুলনায় ট্রেনের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় না হওয়ায় সহজেই রাজধানীতে আসতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।বৃহস্পতিবার আদালতে হাজিরা দেবেন খালেদাজিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া। বুধবার দুপুরে জাগো নিউজকে এ কথা জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।তিনবিঘা করিডোর এলাকায় মানুষের উপচে পড়া ভিড়লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে তিনবিঘা করিডোর এলাকায় ঈদের প্রথম দিন থেকে বিনোদনপ্রেমী ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। শহর জীবনের কোলাহল থেকে বের হয়ে মানুষ পরিবার-পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে ঈদ আনন্দ উপভোগ করতে তিনবিঘা করিডোর এলাকায় আসছেন।এসএইচএস/আরআইপি

Advertisement