ময়মনসিংহ পৌরসভার কাছে নুরানী জর্দ্দা ফ্যাক্টরিতে যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৭ জনে দাঁড়িয়েছে।আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক। নিহতদের মধ্যে দুইজন শিশু ছাড়া সবাই নারী। তাদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী মৃতের সংখ্যা ২৭ জন বলে নিশ্চিত করেছেন। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন। এ ঘটনায় ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। নিহতদের মধ্যে ২২ জনেরই নাম-পরিচয় পাওয়া গেছে। তারা সকলেই সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনার খবর পেয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত সকল পরিবারকে দাফনের জন্য আরো ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। শুক্রবার দুপুরে পুলিশের এডিশনাল ডিআইজি শফিকুল ইসলাম ঢাকা থেকে ময়মনসিংহ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহতদের দেখতে যান।নিহতরা হলেন, শহরের পাটগুদাম বিহারী ক্যাম্পের সিরাজুলের ছেলে সিদ্দিক (১২), নুরু ইসলামের স্ত্রী সখিনা (৪০) ও তার মেয়ে লামিয়া (০৫), মৃত বারেকের স্ত্রী সামু বেগম (৬০), মৃত জুম রাতির স্ত্রী হাজেরা খাতুন (৭০), শহরের ধোপাখলা এলাকার গোবিন্দ বসাকের স্ত্রী মেঘলা বসাক (৫৫), নারায়ণ চন্দ্র সরকারের স্ত্রী সুধা রানী সরকার (৫৫), মৃত বজেন্দ্রর স্ত্রী রিনা (৬০), মৃত সুলতান মিয়ার স্ত্রী জামেনা বেওয়া (৬৫), চরপাড়া এলাকার হায়দার আলীর স্ত্রী হাসিদা বেগম (৫৫), আকুয়া দক্ষিণ পাড়ার জালালের স্ত্রী নাজমা বেগম (৫০), সালামের স্ত্রী ফাতেমা বেগম (৫৫), রবি হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার (৫২), কাঠগোলা বাজারের আব্দুল মজিদের স্ত্রী রেজিয়া আক্তার (৫৫), কাঁচারীঘাট এলাকার মাহাতাব উদ্দিনের স্ত্রী ফজিলা বেগম (৭৫), থানাঘাট এলাকার আব্দুস সালেকের স্ত্রী খোদেজা বেগম (৫০), চর ঈশ্বরদিয়ার লাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬০), তারাকান্দা থানার বালিডাঙ্গা গ্রামের মোসলেম মিয়ার স্ত্রী মরিয়ম (৫০), সাহরন বেগম (৪০) ও ইতি বেগম (১২), সদর উপঝেরার আকুয়া দক্ষিণ পাড়া খালপাড়ের হরমুজ আলীর স্ত্রী খোদেজা আক্তার (৫০) ও তার নাতনী কবীর হোসেনের কন্যা বৃষ্টি (১২)।# ময়মনসিংহে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় মালিকসহ আটক ৭আতাউল করিম খোকন/এমজেড/পিআর
Advertisement