খেলাধুলা

পর্দা নামছে কোপা আমেরিকার

কোপা আমেরিকা-২০১৫’র পর্দা নামছে আজ। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় আর্জেন্টিনা-চিলির মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে এবারের মতো পর্দা নামছে এ ফুটবল আসরের।এবারের আসরের প্রথম ম্যাচে স্বাগতিক চিলির প্রতিপক্ষ ছিলো ইকুয়েডর। এর আগে চিলি-ইকুয়েডর ৫০ বার মুখোমুখি হয়েছিল। ২৭ বার জয় পেয়েছে চিলি। কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের একটি নিয়মিত ফুটবল প্রতিযোগিতা এটি। মজার বিষয় হচ্ছে, ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আগে এ টুর্নামেন্ট চালু হয়।মোট ১২টি দল তিন গ্রুপে বিভক্ত হয়ে খেলে। এবারের আসরে চিলির ৮ শহরের ৯টি স্টেডিয়ামে লাতিন আমেরিকার ১০টি দলের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নিয়েছিল মেক্সিকো ও জ্যামাইকা। গ্রুপ ‘এ’ তে ছিল- চিলি, মেক্সিকো, বলিভিয়া, ইকুয়েডর। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকা। গ্রুপ ‘সি’ তে ছিল- ব্রাজিল, কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা।চারবার ফাইনালে খেলা চিলি শিরোপার স্বাদ পায়নি একবারও। তাই এবার ঘরের মাটিতে সানচেজরা যে কোন মূল্যে শিরোপার স্বাদ নিতে প্রস্তুত।অপরদিকে এবার গ্রুপ `বি` থেকে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৫ বারের চ্যাম্পিয়নের তালিকায় নাম লেখাতে প্রস্তুত। চিলির ঘরের মাঠে খেলা হলেও কোনো ছাড় দেবে না মেসি বাহিনী।# রাতে ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা-চিলি আরএস/আরআইপি

Advertisement