দেশজুড়ে

রাজ্জাককে ফেরত আনতে পতাকা বৈঠক বৃহস্পতিবার

অবশেষে নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত দিতে সম্মত হয়েছে মিয়ানমার। এ ব্যাপারে বৃহস্পতিবার সকাল ১০টায় মিয়ানমারের মংডুতে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রাজ্জাককে ফেরত দেয়া হতে পারে। বিজিবি কক্সবাজার সেক্টরের জি-টু মেজর আমিনুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।মেজর আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, মিয়ানমারের বিজিপির হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেওয়ার বিষয়ে মঙ্গলবার বিকেলে বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদর দফতর থেকে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে একটি চিঠি পাঠানো হয়। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ২ নম্বর ব্যাটলিয়নের অধিনায়ক লে. থিন কো কো স্বাক্ষরিত চিঠির উত্তরে নায়েক রাজ্জাককে ফেরতের বিষয় নিয়ে পতাকা বৈঠকের জন্য দিন, তারিখ নির্ধারণের পাশাপাশি প্রতিনিধি দলে কারা থাকবেন তা জানাতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে বিজিবি ৪২ ব্যাটালিয়নের পক্ষ থেকে আরো একটি চিঠি মিয়ানমারে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার সকালে মংডুতে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।  টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, বিজিপি’র কাছে আমরা ৬/৭ জনের একটি প্রতিনিধি দলের নাম পাঠিয়েছি। লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে ওই বৈঠকে টেকনাফের কমান্ডিং অফিসারকে প্রধান করা হয়েছে। উল্লেখ্য, টেকনাফ সীমান্তে গত ১৭ জুন নাফ নদীতে গোলাগুলির পর বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। তখন বিপ্লব নামে বিজিবির অপর এক সদস্য গুলিবিদ্ধ হন। এরপর বিজিবির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের ব্যাপারে যোগাযোগ করা হলেও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সাড়া না পাওয়ায় তা আর হয়নি। এদিকে নায়েক রাজ্জাকের হাতকড়া পরা ও অপরাধী বেশে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে মিয়ানমার কর্তৃপক্ষ। এসব বিষয়ে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানিয়ে তাকে ফেরত দিতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। পরবর্তীতে বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেওয়ার বিপরীতে কয়েকটি শর্ত জুড়ে দেয় মিয়ানমার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের দূতকে তলব করে বিজিবি সদস্যকে ফেরতের পদক্ষেপ নিতে অনুরোধ করে। অবশেষে কোন শর্ত ছাড়াই বৃহস্পতিবার নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।# পতাকা বৈঠকের দিনক্ষণ নিশ্চিত করতে পারেনি বিজিবিসায়ীদ আলমগীর/এসএস/আরআইপি/এসআরজে

Advertisement