পতাকা বৈঠকের দিনক্ষণ নিশ্চিত করতে পারেনি বিজিবি


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৪ জুন ২০১৫

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সঙ্গে কবে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তা বুধবার দুপুর পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি বিজিবি সদর দফতর। তবে বিজিবি মহাপরিচালক জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে দিনক্ষন নিশ্চিত হলেই পতাকা বৈঠকে হবে।

বুধবার দুপুরে মোবাইলফোনে যোগাযোগ করা হলে বিজিবি মহাপরিচালক(ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনার ক্ষেত্রে সব ধরণের চেষ্টা চলছে। দু-এক দিনের মধ্যে বিজবি ছয়সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার যাচ্ছেন। ৪২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার আবু জার আল জাহিদের নের্তৃত্বে এ প্রতিনিধি দল বিজিপি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন।

দিনক্ষণ নির্ধারণ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, দিনক্ষন এখনো নির্ধারণ হয়নি। তবে আমরা ছয় বিজিবি প্রতিনিধি দলের সদস্যদের নাম পাঠিয়েছি। দিনক্ষণ নির্ধারণ হলে তা জানিয়ে দেয়া হবে। সময় নির্ধারণ হলেই আমাদের প্রতিনিধি দল বিজিপির ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পতাকা বৈঠক করবেন।

নায়েক রাজ্জাক খুব দ্রুত ছাড়া পাচ্ছেন দাবি করে ডিজি বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার কমান্ডারদের করণীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে। সদর দফতর থেকে কূটনৈতিকভাবে এমনকি বিজিপির সঙ্গে আমাদের চুক্তির কথা উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার প্রথম থেকেই রাজ্জাককে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত ছিল, এখনও আছে এবং ফিরে না আসা পর্যন্ত আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের (টেকনাফ) অধিনায়ক লে: কর্ণেল আবু জার আল জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজিপি পক্ষ থেকে এখনো কোনো সবুজ সঙ্কেত মেলেনি। আমরা তাদের অপেক্ষায় আছি। আমাদের প্রতিনিধি দল প্রস্তুত রয়েছে। সবুজ সংকেত পাওয়া মাত্র পতাকা বৈঠকের প্রক্রিয়া শুরু করা হবে।
 
বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হেফাজতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলেও দাবি করেন তিনি।।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।