জাতীয়

১৩ জুন : এক নজরে সারাদিনের খবর

ভারতের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণাসফরকারী ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সরকারের অবহেলায় ধানের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকহরতাল-অবরোধে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলে এখন কেন নয়। সরকারের অবহেলার কারণেই সময় মতো ধান কেনা ও গুদামজাত হচ্ছে না। তাই কৃষক বাধ্য হয়ে ধান বিক্রি করছেন। এক্ষেত্রে লাভবান হচ্ছে মধ্যসত্ত্বভোগীরা।জামায়াতের সঙ্গে ভোটের রাজনীতি করে বিএনপি : রিপনবিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ-দর্শন দিয়ে বিএনপি পরিচালিত হচ্ছে।দেশের অর্থনৈতিক মুক্তিতে বাধা বিএনপি-জামায়াত : হানিফদেশের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বড় বাধা এখন বিএনপি-জামায়াত জোট এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।বৃষ্টির দাপটে ড্রয়ের পথে ফতুল্লা টেস্টআলোস্বল্পতা ও বৈরী আবহাওয়ার কারণে দশ মিনিট আগেই মধ্যাহ্ন বিরতিতে যায় ক্রিকেটাররা। এরপর শুরু হয় বৃষ্টি। এরপর কয়েক দফা মাঠ পরিদর্শনের পর ম্যাচের দায়িত্বপ্রাপ্ত আম্পায়াররা চতুর্থ দিনের তৃতীয় সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।হাসপাতালে মির্জা ফখরুলহাইকোর্টের নির্দেশের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করেছে কারা কর্তৃপক্ষ।আকুর চেয়ারম্যান হলেন আতিউর রহমানএশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।ড. জাফর ইকবালের শাস্তি দাবি ওলামালীগেরঅধ্যাপক ড. জাফর ইকবালসহ আরো কয়েকজনের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে এবং তাদেরকে নাস্তিক আখ্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আওয়ামী ওলামালীগসহ সমমনা ১৩ দল।কালশীতে আগুন : এক বছরেও কারণ অজানা!রাজধানীর মিরপুরের কালশীতে বিহারি ক্যাম্পের সংঘর্ষে দশজন প্রাণ হারালেও নেপথ্যের কারণ এখনো রয়ে গেছে ‘অজানা’। এ ঘটনায় পুলিশ ও বিহারিদের পক্ষ থেকে ছয়টি মামলা করা হলেও তদন্তের ‘অগ্রগতি নেই’ একটিরও।এএসআইয়ের বিরুদ্ধে নারী পুলিশকে নির্যাতনের অভিযোগএবার এক নারী পুলিশ সদস্যকে (২৫) শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এর বিরুদ্ধে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম কলিমুর রহমান।যেখানে অপ্রতিদ্বন্দ্বী তামিমভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টের চতুর্থ দিনে তামিম ইকবাল এমন এক কীর্তি গড়েছেন যেটা ক্রিকেট ইতিহাসে আর কারো নেই। রেকর্ডটি হল, একই দলের টেস্টের সর্বোচ্চ রানের মালিক (৩০৩৯), ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক (৪৪৩৭), টেস্টের সর্বোচ্চ সেঞ্চুরি (৭টি), ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরি (৬টি), টেস্টের সর্বোচ্চ ইনিংস (২০৬) ও ওয়ানডের সর্বোচ্চ ইনিংস (১৫৪)।একে/আরআই

Advertisement