এএসআইয়ের বিরুদ্ধে নারী পুলিশকে নির্যাতনের অভিযোগ
এবার এক নারী পুলিশ সদস্যকে (২৫) শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এর বিরুদ্ধে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম কলিমুর রহমান। তিনি রাজধানীর খিলগাঁও থানায় কর্মরত।
নির্যাতনের শিকার ওই নারী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানায় কর্মরত রয়েছেন। শনিবার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নারী পুলিশের বড় বোন অ্যাডভোকেট নাসরীন আক্তার অভিযোগ করেন, বুধবার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় কৌশলে মোবাইল ফোনে ডেকে এনে এ নির্যাতন চালায় কলিমুর। কলিমুরের সঙ্গে তার কয়েকজন বন্ধুও ছিলেন।
কলিমুর ওই নারী কনস্টেবলের সাবেক স্বামী। এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বর্তমানে ওই নারী কনস্টেবলকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।
এসএ/এআর/বিএ/আরআই/এসআরজে