জাতীয়

রামকৃষ্ণ মিশনে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরের দ্বিতীয় দিনের শুরুতে পুরাতন ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে প্রর্থনায় অংশ নিয়েছেন। সেখান থেকে তিনি রামকৃষ্ণ মিশন পরিদর্শনে গেছেন। সকাল ৯টা ৯মিনিটে তিনি রামকৃষ্ণ মিশন পৌঁছান। এর আগে, ভারতের প্রধানমন্ত্রী রোববার সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ হোসেন খোকন তাকে স্বাগত জানান। তিনি হিন্দু ধর্মাবলিম্বদের সঙ্গে কুশল বিনিময় ও প্রার্থণায় অংশ নেন। পরে সেখান থেকে রামকৃষ্ণ মিশনের উদ্দেশে রওয়ানা হন।এর আগে শনিবার বেলা সোয়া ১০টায় ৮১ জনের সফরসঙ্গী নিয়ে দুই দিনের সফরে ঢাকা পৌঁছান নরেন্দ্র মোদি। এসময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।# ঢাকেশ্বরী মন্দিরে মোদিএএইচ/এমএস

Advertisement