ঢাকেশ্বরী মন্দিরে মোদি


প্রকাশিত: ০৩:১৬ এএম, ০৭ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের ঢাকা সফরে প্রার্থনা করার জন্য রোববার সকালে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছেছেন।

রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রার্থনা করার জন্য ঢাকেশ্বরী মন্দিরে যান তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা শেষে মোদি ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন । পরে বারিধারার কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরির উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মোদি।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এছাড়া ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

রোববার রাতেই ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। এর আগে ভারতীয় হাইকমিশন আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি। এই বক্তব্যে তিনি কী বলেন এ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮১ জনের সফরসঙ্গী নিয়ে দুই দিনের সফরে শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছান। নরেন্দ্র মোদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনাও দেওয়া হয়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।