অর্থনীতি

কর কমলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকসহ সব প্রতিষ্ঠানের

প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করহার দুই দশমিক ৫০ শতাংশ কমানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের অর্থবিলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ প্রস্তাব করেন। বাজেট প্রস্তাবে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এর সঙ্গে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট করহার সাড়ে ৪২ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ প্রস্তাব করা হয়েছে। তবে নন-পাবলিক ট্রেডেড কোম্পানির করহার ৩৫ শতাংশ বহাল থাকছে।এ ছাড়া কোনো কোম্পানি যদি তার পরিশোধিত মূলধনের ২০ শতাংশ শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়ে তাহলে ওই কোম্পানি সংশ্লিষ্ট বছরের প্রযোজ্য আয়করের ওপর ১০ শতাংশ কর রেয়াত পাবে।প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মার্চেন্ট ব্যাংক, সিগারেট প্রস্তুতকারক কোম্পানি ও মোবাইল অপারেটরদের কর অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে ৩৭ দশমিক ৫০ শতাংশ, মোবাইল অপারেটর কোম্পানি ও সিগারেট প্রস্তুতকারকদের ৪৫ শতাংশ হারে কর্পোরেট কর দিতে হবে।এ ছাড়া নতুন অর্থবছরে সমবায় সমিতি আইন-২০০১ অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতিকেও ১৫ শতাংশ হারে কর দিতে হবে।আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট পেশ হলো আজ। যা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিততের টানা দুই মেয়াদে ১০ বছরে এটি হবে সপ্তম বাজেট। এর আগে এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি। সব মিলিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এটি নবম বাজেট।# গাড়ি তৈরি করলে দিতে হবে না করএসআই/বিএ/এমএস

Advertisement