গাড়ি তৈরি করলে দিতে হবে না কর


প্রকাশিত: ১০:১৮ এএম, ০৪ জুন ২০১৫

দেশে গাড়ি (অটোমোবাইল), বাইসাইকেল ম্যানুফ্যাকচারার (তৈরি) করলে দিতে হচ্ছে না কর। ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতে কর অবকাশ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
অটোমোবাইল, বাইসাইকেল ছাড়াও ট্যানেল ক্লিন পদ্ধতি, টায়ার ম্যানুফ্যাকচারার খাতেও কর অবকাশের বিষয়টি উল্লেখ আছে অর্থ আইন-২০১৫ তে।
 
কর অবকাশের ফলে বিদেশ থেকে গাড়ি তৈরির সামগ্রী আমদানি করে স্বল্প খরচে দেশে গাড়ি তৈরি করা যাবে।
 
দেশে অটোমোবাইল ও বাইসাইকেল শিল্প উন্নয়নের জন্য কর অবকাশের এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
এআর/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।