উৎসবমুখর পরিবেশে বিরোধী দল জাতীয় পার্টির উপস্থিতিতে সংসদের বৈঠকে বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন।সরকারি দলের অধিকাংশ সংসদ সদস্যের পাশাপাশি দেশি-বিদেশি কূটনীতিক, দাতা সংস্থার প্রতিনিধি, সরকারের শীর্ষ কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এটি বর্তমান সরকারের মেয়াদে দ্বিতীয় বাজেট।মুহিত নবমবারের মতো বাজেট উত্থাপন করছেন। যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বাজেট উত্থাপন। এর আগে বিএনপির অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি বাজেট প্রস্তাব উত্থাপন করেন। আওয়ামী লীগের আরেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়া সাতটি বাজেট উত্থাপন করেন।এর আগে সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।বাজেট বক্তৃতা উত্থাপনের জন্য অধিবেশন কক্ষে চারটি বড় স্ক্রিন স্থাপন করা হয়। স্পিকারের চেয়ারের পেছনে দু’টি এবং দুই দর্শক গ্যালারির পাশে দু’টিসহ মোট চারটি বড় স্ক্রিনের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাজেট বক্তৃতার পুরো অংশ ধারাবাহিকভাবে দেখানো হয়।এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পাশে চারটি এলসিডি মনিটর বসানো হয়। বাজেট বক্তৃতার গুরুত্বপূর্ণ অংশগুলো ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয়।নির্ধারিত বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কালো ব্রিফকেস নিয়ে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আসনে গিয়ে দুই পাশে থাকা মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, আপনি বাজেট উত্থাপনের অনুমতি চাইতে পারেন। এসময় অর্থমন্ত্রী দাঁড়ালে অধিবেশন কক্ষে উপস্থিত এমপিরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান।এদিকে বাজেট বক্তৃতা শুনতে সংসদে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধান বিচারপতি এসকে সিনহা। তারা নির্ধারিত গ্যালারি বক্সে বসে বক্তৃতা শোনেন। আর বাজেট বক্তৃতা শুনতে অধিবেশন কক্ষের ভিআইপি গ্যালারিতে দেশের গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মুহিতের নবম বাজেট : এবারের বাজেট নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নবমবারের মতো বাজেট প্রস্তাব পেশ করলেন। বর্তমান অর্থমন্ত্রী এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অপর চারটি (২০০৯-২০১০, ২০১০-২০১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-২০১৪, ২০১৪-২০১৫) এবং হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সরকারের আমলে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দু’টি বাজেট পেশ করেছিলেন। বয়সে প্রবীণ হলেও সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রীকে কর্মে নবীন ও তেজোদীপ্ত মনে হয়েছে।## প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন## বাজেট অধিবেশন শুরু## অর্থমন্ত্রীর পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতা## অটোরিকশার দাম বাড়ছে## ফোনে কথা বললেও কর## করমুক্ত আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার টাকা## কর কমলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকসহ সব প্রতিষ্ঠানেরএইচএস/আরএস/বিএ/আরআই
Advertisement