অটোরিকশার দাম বাড়ছে


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৪ জুন ২০১৫

এবারের বাজেটে ভালো সংবাদ নেই অটোরিকশা চালকদের জন্য। নতুন অর্থ বছরে বাড়তে পারে অটোরিকশার দাম। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ ক’টি পণ্যের ওপর যে সম্পূরক শুল্ক আরোপ করেছেন তার মধ্যে অটোরিকশাও থাকছে।

গত বছর অটোরিকশার উপর সম্পূরক শুল্ক ছিল ১৫ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তা বেড়ে দাড়াচ্ছে ২০ শতাংশে। অর্থাৎ ৫ শতাংশ হারে কর বাড়বে অটোরিকশায়।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট উপস্থাপন করেন।

জেইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।