জাতীয়

রাজধানীতে আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় মামলা

রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার রাতে আদিবাসী তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নাম্বার ২৬ । ভুক্তভোগী নিজেই বাদী হয়ে এ মামলা দায়ের করেন।ভাটারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই যুবতী যমুনা ফিউচার পার্ক শপিং মলের একটি দোকানে সেলসগার্ল হিসেবে কাজ করেন। ঢাকার উত্তরায় একটি ভাড়া বাসায় থাকেন। উপজাতি এ যুবতীর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়।ভাটারা থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরার জন্য ভাটারার সিনহা স্টিল টেকনো নামক একটি দোকানের সামনে অবস্থান করছিলেন।এসময় একটি মাইক্রোবাসে ৫ যুবক এসে মুখ চেপে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে পালাক্রমে ধর্ষণের পর রাজধানীর উত্তরার পশ্চিম থানাধীন জসিম উদ্দিন রোডস্থ এলাকায় ফেলে চলে যায়।এঘটনায় ওই যুবতী শুক্রবার থানায় এসে অজ্ঞাত ৫ যুবককে আসামি করে একটি ধর্ষণের মামলা দায়ের করেন।ভাটারা থানার ইন্সপেক্টের (তদন্ত) সাজ্জাদ হোসেন জাগো নিউজকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা লেখা হয়েছে। তবে ওই যুবতীর মেডিকেল পরীক্ষা এখনো করা হয়নি। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে আগামীকাল ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা নেয়া হবে।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার হোসেন জানান, ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। ধর্ষণের অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত ৫ ধর্ষণকারীকে সনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান ওসি।## রাজধানীতে মাইক্রোতে আদিবাসী কলেজছাত্রীকে গণধর্ষণজেইউ/এসএইচএস/পিআর

Advertisement