রাজধানীতে মাইক্রোতে আদিবাসী কলেজছাত্রীকে গণধর্ষণ


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২২ মে ২০১৫

রাজধানীতে চলন্ত মাইক্রোতে এক আদিবাসী তরুণী (২১) গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর কুড়িল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, ওই তরুণী যমুনা ফিউচার পার্ক শপিং কমপ্লেক্সের একটি দোকানে সেলসগার্ল হিসেবে চাকরি করতেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ হলে তিনি উত্তরায় তার বাসায় যাওয়ার জন্য যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজিচালিত অটোরিক্সার জন্য দাঁড়িয়েছিলেন।

এসময় একটি মাইক্রোবাসে করে কয়েকজন দুর্বৃত্ত এসে মুখ চেপে জোরপূর্বক তাকে ওই গাড়িতে তোলে। পরে চলন্ত ওই মাইক্রোবাসের ভেতরেই ওই তরুণীকে গণধর্ষণ করে তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, আদিবাসী তরুণী গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।