জাতীয়

আমাদের পাশে দাঁড়ান : জাগো নিউজকে নেপালের রাষ্ট্রদূত

নেপালিরা জাতিগত ভাবেই প্রবল মনোবলের অধিকারি। শক্তিশালী ভূমিকম্পে আমাদের দেশটি বিধ্বস্ত হয়ে গেছে। অনেক ঐতিহ্যবাহী অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আমাদের যে ক্ষতি হয়েছে তা বড় ক্ষতি। খাবার, পানি এবং চিকিৎসা সামগ্রীর সংকট তৈরি হয়েছে। তবে আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের আত্ববিশ্বাস আছে।সোমবার ঢাকাস্থ নেপাল দূতাবাসে এভাবেই শোক আর শক্তির কথা বলছিলেন ঢাকাস্থ নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠা। গুলশানের কার্যালয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন সুশীল কুমার লমসাল সঙ্গে ছিলেন।এর একদিন আগে রোববার নেপাল দূতাবাস বিধ্বস্ত নেপালের নাগরিকদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানায়। সোমবার দূতাবাসের ডাকে সাড়া দিয়ে অনেকেই নেপালের পাশে দাঁড়ানোর বিষয়ে করণীয় ঠিক করতে সেখানে যান।এইচ কে শ্রেষ্ঠা বলেন, শক্তিশালী ভূমিকম্পে আমাদের বড় ক্ষতি হয়ে গেছে। ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। কাঠমান্ডসহ বিভিন্ন শহরে অনেক মানুষ রাস্তায় অবস্থান করছে। তাই বিশ্বের সহযোগিতা চাওয়া হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের যেসব রাষ্ট্র, নাগরিক, প্রতিষ্ঠান আমাদের পাশে দাঁড়াচ্ছে তাদের জন্য কৃতজ্ঞ থাকব।ঢাকায় নেপাল দূতাবাসের কার্যালয় ভবনটি ঐতিহ্য মন্ডিত প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, এমন অনেক অবকাঠামো নেপালে ছিলো। কিন্তু ভূমিকম্পে তা ধ্বংস হয়ে গেছে।এই মুহুর্তে কোন ধরনের সহায়তা জরুরি জানতে চাইলে বলেন, শুকনো খাবার, পানি, কম্বল জরুরি। এছাড়া চিকিৎসা সামগ্রীর সংকট তৈরি হয়েছে। নগদ টাকার থেকে এসব জরুরি।বাংলাদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের যে কোন ধরনের সহায়তা খুব সম্মানের সঙ্গে নেবে দূতাবাস। এটি করা হবে অত্যন্ত স্বচ্ছ ভাবে। যাতে কোন ধরনের অব্যবস্থাপনা না হয়। তাই দেশটির প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের হিসাব নম্বর ব্যবহার করা হয়েছে -বলছিলেন এইচ কে শ্রেষ্ঠা।তিনি জানান, বাংলাদেশ থেকে মেডিকেল টিম গিয়েছে। আমি সরকারকে ধন্যবাদ জানাই, পাশে দাঁড়ানোর জন্য। এর সঙ্গে বেসরকারি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ি এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে বলব, দয়া করে আমাদের পাশে দাঁড়ান।প্রসঙ্গত, গত শনিবারের শক্তিশালী ভূমিকম্পে দেশটি বিধ্বস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে দাঁড়াতে অনুরোধ করেছে দেশটি। ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজার ২০০ জনের বেশি প্রাণহাণির খবর পাওয়া গেছে। এছাড়া আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।## নেপালে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে## নেপালের জন্য এডিবির তহবিল ঘোষণাএসএ/আরএস/আরআই

Advertisement