বিশ্বকাপের ক্রিকেটের ১১তম আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাশরাফি। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন তামিম ইকবাল ও এনামুল বিজয়। গত বছর এশিয়া কাপে আফগানদের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি। হয়তো এ কারণেই এই ম্যাচটি ঘিরে উড়ে বেড়াচ্ছে দুশ্চিন্তার কালো মেঘ। তবে এ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ শিবির। মঙ্গলবার অফিসিয়াল সংবাদ সম্মেলনে এমন কথায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।মাশরাফি বলেন, আমরা এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরেছি, এবার আমাদের পালা। আমরা আগামী ম্যাচটি ভাল ক্রিকেট খেলব। এটা খেলতে পারলেই জয় আমাদেরই হবে। আমাদের কাজ ভাল খেলা, আমরা সেদিকেই ফোকাস আছি। মাশরাফি বলেন, আমরা যদি সম্ভাব্য সেরাটা খেলতে পারি তবে এগিয়ে যেতে পারব। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ আফগানিস্তান স্কোয়াড:আজগর জাজাই, জাভেদ আহমেদি, নওরোজ মঙ্গল, আজগর স্ট্যানিগজাই, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, আফতাব আলম, শাপুর জাদরান ও হামিদ হাসান।
Advertisement
## টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ## বাংলাদেশের দুর্দান্ত সূচনা
বাংলাদেশের দুর্দান্ত সূচনাএমআর/এমএস
Advertisement