টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপের ক্রিকেটের ১১তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ- আফগানিস্তান। ক্যানবেরার মানুকা ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৯.৩০ মিনিটে।

গত বছর এশিয়া কাপে আফগানদের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি। হয়তো এ কারণেই এই ম্যাচটি ঘিরে উড়ে বেড়াচ্ছে দুশ্চিন্তার কালো মেঘ। তবে এ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ শিবির। মঙ্গলবার অফিসিয়াল সংবাদ সম্মেলনে এমন কথায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।

মাশরাফি বলেন, আমরা এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরেছি, এবার আমাদের পালা। আমরা আগামী ম্যাচটি ভাল ক্রিকেট খেলব। এটা খেলতে পারলেই জয় আমাদেরই হবে। আমাদের কাজ ভাল খেলা, আমরা সেদিকেই ফোকাস আছি। মাশরাফি বলেন, আমরা যদি সম্ভাব্য সেরাটা খেলতে পারি তবে এগিয়ে যেতে পারব।

বাংলাদেশ  একাদশ: তামিম ইকবাল, এনামুল বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা,  রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ : মোহাম্মদ নবী (অধিনায়ক), জাভেদ আহমাদি, ওসমান গনি, নওরোজ মঙ্গল, আসগার স্টানিকজাই, সামিউল্লাহ শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), মিরওয়াইস আশরাফ, দৌলত জাদরান, হামিদ হাসান ও শাপুর জাদরান।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।