বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসনের আসাকে কেন্দ্র করে আগে থেকেই বিভিন্ন মহলে নানা গুঞ্জন চলছিল। সেই গুঞ্জন যেন সত্যিকার রুপ নিল একান্ত আলাপের বিষয়টি প্রকাশের পর।গুলশান কার্যালয় সূত্র জানায়, বুধবার বিকাল ৪ টা ৫৮ মিনিটে শুরু হওয়া ঘণ্টাব্যাপী বৈঠকে কেবলমাত্র খালেদা জিয়া ও রবার্ট গিবসন বিভিন্ন বিষয়ে আলাপ করেন। খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ কার্যালয়ে প্রবেশ করলেও তিনি বৈঠকে অংশ নেয়ার অনুমতি পাননি। ফলে খালেদা জিয়া টানা এক ঘন্টার আলাপে কি বলেছেন তা নিয়ে নতুনভাবে গুঞ্জন শুরু হয়েছে। এদিকে, গিবসনের প্রবেশের আগে বিকাল ৪টা ৪৫ মিনিটে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের আসেন রবার্ট গিবসনের হেড অব প্রেস এন্ড কমিউনিকেশনে দায়িত্বে থাকা ফোজিয়া ইউনেস সোলেমান এবং আরো দুইজন কর্মকর্তা। এসময় ফোজিয়া বরার্ট গিবসনের বক্তব্য আগে থেকেই প্রিন্ট করে নিয়ে আসেন।প্রায় ঘন্টব্যাপী বৈঠক শেষে তিনি সেই প্রেস বিজ্ঞতিটি উপস্থিত সাংবাদিকদের হাতে দেন। প্রেস বিজ্ঞপ্তিটিতে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি পরামর্শ দেয়াসহ সবাইকে এই সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।তবে ঘন্টাব্যাপী আলাপে অন্য কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গুলশান কার্যালয়ে উপস্থিত চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রেস সেক্রেটারী মারুফ কামাল খান সোহেলকে বৈঠকে না রাখায় একান্ত আলাপের বিষয়টি আরো বেশি আলোচনার উঠে এসেছে।খালেদা জিয়ার সঙ্গে একান্তে (ওয়ান টু ওয়ান) আলোচনায় তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। শুলশান কার্যালয়ের একটি কর্মকর্তা জাগো নিউজকে জানিয়েছেন ম্যাডাম গিবসনের সঙ্গে ওয়ান টু ওয়ান আলাপ করেছেন। তাই তিনি কি বলেছেন তা জানা সম্ভব নয়।# চলমান সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বানএমএম/এএইচ/পিআর
Advertisement