চলমান সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশে চলমান সহিংসতা নিন্দনীয় ও দুঃখজনক মনে করে বিট্রিশ হাই কমিশনার রবার্ট গিবসন এই সংকট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কার্যালয়ের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আমি আগেই বলেছিলাম, এই সহিংসতা বাংলাদেশের সকল মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাহত করছে। যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

তিনি বলেন, আমি ক্রমাগতভাবে সকল পক্ষকে আহ্বান জানিয়ে আসছি, যেন তারা তাদের কর্মের পরিণিতি সম্পর্কে পরিপূর্ণভাবে ভাবেন এবং দেশের জাতীয় হানীকর কাজ থেকে বিরত থাকেন।

আমি সকল পক্ষকে আবারো আহ্বান জানাই স্বাভাবিক জীবন যাত্রা ফিরিয়ে আনতে সবাই যেন আস্থা গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। যা দেশের বর্তমান অস্থিরতা নিরসন করবে।

এর আগে বিকেল পাঁচটায় তিনি গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

# গুলশান কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনার

গুলশান কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনার



এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।