আরাফাত রহমান কোকো আর নেই
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে তিনি মারা যান বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আরাফাত রহমান কোকো বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। যা নিয়ে নানা বিতর্ক রয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। তার বয়স হয়েছিল পঁয়তাল্লিশ বছর। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান শনিবার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, হৃদরোগে আক্রান্ত হলে আরাফাত রহমান কোকোকে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের মে মাসে আটক অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল তাকে। তারপর থেকে তিনি বিদেশেই অবস্থান করছিলেন। আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ...
# দাফনের সিদ্ধান্ত পারিবারিক আলোচনার পর
# খালেদার পাশে স্বজনরা
# কোকোর বিরুদ্ধে যত মামলা
# গুলশান কার্যালয়ে হাফেজ দল
# মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন খালেদা
# কোকোকে দেখতে যাচ্ছেন তারেক
# বদ্ধ ঘরে নিশ্চুপ খালেদা
# রোববার মালয়েশিয়ায় কোকোর জানাজা
# হজে মায়ের সঙ্গে কোকোর শেষ দেখা
# কোকোর মৃত্যুতে অলির শোক
# মা-বাবার সঙ্গে কোকোর দুর্লভ ছবি
# জানাযার পর মরদেহ দেশে আনার সিদ্ধান্ত
# কোকোকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
# মালয়েশিয়া যাচ্ছেন না তারেক
# ঘুমিয়ে আছেন খালেদা জিয়া, অবরোধ চলবে
# ফিরে গেলেন প্রধানমন্ত্রী
# কোকোর মৃত্যুতে রাসিক মেয়রের শোক
# কোকো’র মৃত্যুতে রওশন এরশাদের শোক
# কোকোর মৃত্যুতে ওয়ারেছ আলী মামুনের শোক
# শোক নিয়ে নোংরা রাজনীতি না করার আহবান
# কোকোর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
এএ/এএইচ/এমএএস/এসএ/আরএস