আমজাদ খান চৌধুরীর জানাজা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৫ জুলাই ২০১৫

দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর জানাজা বুধবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয় সরণিস্থ বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনিবার্য কারণে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের পরিবর্তে সামরিক জাদুঘর মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।  জানাজা শেষে তাঁকে বনানী সামরিক গোরস্থানে নেয়া হচ্ছে।  সেখানেই তাকে সমাহিত করা হবে।

বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিশিষ্টজনরা জানাজায় উপস্থিত ছিলেন।



বুধবার বেলা পৌনে ১১টার দিকে প্রাণ-আরএফএল সেন্টার থেকে আমজাদ খান চৌধুরীর মরদেহ বিজয় সরণিস্থ বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠের উদ্দেশ্যে নেয়া হয়।

এর আগে মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় যুক্তরাষ্ট্র থেকে আমজাদ খান চৌধুরীর মরদেহ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আমজাদ খান চৌধুরী গত বধুবার ৮ জুলাই বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।



# প্রাণ-আরএফএল সেন্টারে আমজাদ খান চৌধুরীর মরদেহ
# ঘোড়াশালে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত প্রাণ গ্রুপের প্রতিষ্ঠাতা
# আমজাদ খান চৌধুরীর জানাজা সামরিক জাদুঘর মাঠে

এসআই/এসআইএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।