২০১৫ সালে নির্যাতনে ৩৭৯ নারী নিহত


প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬

দেশে ক্রমবর্ধিষ্ণু নারী নির্যাতনের ঘটনায় শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সোমবার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সন্ধ্যায় সংগঠনের নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

সংস্থার গবেষণা সেল থেকে বলা হয়েছে, শুধুমাত্র পারিবারিক কলহে ২০১৫ সালে সারাদেশে বিভিন্ন বয়সের ৩শ ৭৯ জন নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩শ ২৭ জন।

এছাড়া এসিড নিক্ষেপের শিকার হয়েছেন ৪৬ জন নারী, যৌতুকের কারণে নিহত হয়েছেন ৭৬ নারী। ধর্ষণের শিকার হয়েছেন ১শ ৩৪ জন। গণধর্ষণে নিহত হয়েছেন ১০৩ জন।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা সম্প্রতি দক্ষিণ সুনামগঞ্জে গণধর্ষণের শিকার ১১ বছরের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সময়োচিত পদক্ষেপ, সকল মানবাধিকার সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সর্বোপরি সকল পেশার মানুষের অধিক সচেতনতাই পারে এধরনের ঘটনাকে বন্ধ করতে পারে।

নারী নির্যাতন বন্ধ করতে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও নিরলসভাবে কাজ করার আহবান জানান তিনি।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।