১১ নারীকে সম্মান জানালো অনন্যা


প্রকাশিত: ০৬:২২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

বিভিন্ন পেশায় নিয়োজিত ১১ নারীকে সম্মাননা প্রদান করেছে পাক্ষিক ‘অনন্যা’। শনিবার সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এছাড়া অনন্যার সাবেক নির্বাহী সম্পাদক সাংবাদিক ও নারী অধিকারকর্মী দিল মনোয়ারা মনুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ‘অনন্যা সম্মাননা’ হিসেবে ১১ জন নারীর হাতে সম্মাননা ক্রেস্ট এবং তাদের উত্তরীয় পরিয়ে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

‘অনন্যা শীর্ষ এগারো ২০১৪’ সম্মাননা প্রাপ্তরা হলেন অধ্যাপক লায়লা নূর (ভাষাসংগ্রামী), অধ্যাপক খালেদা একরাম (বুয়েটের প্রথম নারী উপাচার্য), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (রাজনীতি), ডা. তাহমিনা বানু (চিকিৎসা), রোকসানা সুলতানা (সমাজসেবা), ব্যারিস্টার তুরিন আফরোজ (আইন ও মানবাধিকার), নাজিয়া আন্দালিব প্রিমা (ভিজ্যুয়াল আর্ট), সালমা খাতুন (মহিলা ক্রিকেট), নাইমা হক এবং তামান্না-ই-লুফকে (দেশের প্রথম নারী সামরিক পাইলট) এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনে নারী-পুরষের কোনো পার্থক্য নেই। যেকোনো দায়িত্ব পালনে নারীরা সক্ষম। তবে নারীদেরকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। ‘প্রথম নারী উপাচার্য’ হিসেবে সম্মাননা পাওয়ার জবাবে অনুভূতি ব্যক্তকালে উপাচার্য এ কথা বলেন।

১৯৯৩ সাল থেকে এই সম্মাননা দিয়ে আসছে অনন্যা। এই পর্যন্ত ২০০ জনের অধিক নারীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।