শ্রীবরদীতে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক কর্মশালা


প্রকাশিত: ১১:৩৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

শেরপুরের শ্রীবরদী’র সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ ও শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দিনব্যাপী সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিন ব্যাপী এ কর্মশালায় শিশু অধিকারের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এডিপি ব্যবস্থাপক মি. সেবাষ্টিয়ান পিউরীফিকেশন’র সভাপতিত্বে কর্মশালায় অংশ গ্রহণ করেন- সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান, সদস্য, সচিব, শিশু ফোরাম, সিবিও নেতা ও এডিপি’র সহায়ক বৃন্দ।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প কর্মকর্তা হাফিজুল হক সোহাগ, স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা লুচিয়া চিছাম ও বনানী চিসিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।