শিশুবান্ধব বাজেট চাই


প্রকাশিত: ১১:২০ এএম, ১৮ এপ্রিল ২০১৫

শিশু-বাজেট বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, শিশুবান্ধব বাজেট চাই। বাজেট প্রণয়নের আগে শিশুদের সাথে আলোচনা, তাদের অংশগ্রহণ এবং মতামত দেয়ার সুযোগ সৃষ্টি করার পথ সুগম করতে হবে।

শনিবার রাজধানীর ঢাকা রির্পোটার্স ইউনিটির (ডিআরইউ)’র সাগর-রুনী মিলনায়তনে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ও চাইল্ড বাজেট ফোরামের (সিবিএফ) যৌথ উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ : সরকারের ঘোষিত শিশু-বাজেট অঙ্গীকারের বাস্তবায়ন চাই’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বাজেট সার্বজনীন বিষয়ের কথা উল্লেখ করে বক্তারা বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মতামতের সুযোগ না থাকায় জাতীয় বাজেটে প্রয়োজনের তুলনায় অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণ ও পর্যাপ্ত বরাদ্দের বিষয়টি বিবেচনায় নেয়া হয় না।

প্রধান অতিথি বক্তব্যে কক্বাস এন্ড চাইল্ড রাইটস কমিটির সদস্য ও সাংসদ উম্মে রাজিয়া কাজল বলেন, শিশু বাজেট হলে স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক নিরাপত্তাসহ সকল বিষয়ে শিশুদের অধিকার পুর্ণমাত্রা পাবে। বর্তমান সরকার শিশুবান্ধব সরকার। শিশুদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কিছু নীতি ও আইন প্রণয়ন করেছে।

গত বাজেটে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় শিশুদের জন্য আলাদা বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের প্রত্যাশা করেছেন উল্লেখ করে চলতি বছরে এ বিষয়ে আলোচনা করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রবন্ধে উল্লেখ করা হয়, দেশে মোট জনসংখ্যার শতকরা ৩৯ দশমিক ৭ ভাগ শিশু রয়েছে। যাদের বয়স ১৮ বছরের নীচে। এসব শিশুর ভালভাবে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করা হয়। যাতে তারা দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়। এ জন্য সঠিক নীতি, কার্যকর পরিকল্পনা, যথাযথভাবে বাজেট বরাদ্দ ও সঠিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

সিবিএফ এর চেয়ারম্যান ড. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনসিটিএফ এর কর্মী তানজিলা সুমি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক গওহর নাঈম ওয়ারা ও সেভ দি চিলড্রেন এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার চৌধুরী তাইয়ুফ তাজাম্মুল রানা।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।