নারীমুক্তির আন্দোলনকে বেগবান করার আহ্বান


প্রকাশিত: ১২:০২ পিএম, ০৬ জানুয়ারি ২০১৭

নারীমুক্তির আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সমাজে নারীর মানবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নারী সংগঠন হিসেবে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।

বক্তারা আরও বলেন, গৃহস্থালি কর্মকাণ্ড ছাড়া বর্তমানে দেশে ১ কোটি ৬৮ লাখ নারী কৃষি, শিল্প ও সেবা খাতে কর্মরত রয়েছেন। মজুরিবিহীন গৃহস্থালি কাজের পরিমাণ বছরে প্রায় ১০ লাখ ৩৭ হাজার কোটি টাকার সমান। জিডিপিতে এই আর্থিক মূল্য যোগ হলে নারীর হিস্যা দাঁড়াবে ৪৮ শতাংশ। দেশের অর্থনীতিতে যারা এত অবদান রাখছেন তাদের শ্রমের দাম সস্তা আর কাজের স্বীকৃতি প্রায় নেই বললেই চলে।

সমাবেশে নারীমুক্তি আন্দোলনকে বেগবান করার জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলের সহযোগীতা ও অংশগ্রহণের আহ্বান জানান হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ঢাকা নগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন রুখসানা আফরোজ আশা। বক্তব্য রাখেন, বাসদ এর ঢাকা নগর শাখার আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ, নারী নেত্রী সামসুন্নাহার জ্যোৎস্না, শিপ্রা মন্ডল, মুক্তা বাড়ৈ প্রমুখ।

এএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।