ভবিষ্যতে বাংলাদেশ হবে নারী উন্নয়নের রোল মডেল


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৬ মার্চ ২০১৫
ফাইল ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, উন্নয়ন, অংশগ্রহণ ও নেতৃত্বের সকল পর্যায়ে বাংলাদেশের নারীসমাজ সমানতালে এগিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ এ ক্ষেত্রে রোলমডেল হিসেবে আবির্ভূত হবে।

জাপানের সেন্ডাই নগরীতে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলনে ‘মবিলাইজেশান ওমেনস লিডারশিপ ইন ডিআরআর’ শীর্ষক উচ্চ পর্যায়ের অংশীদারিত্বমূলক সংলাপে রোববার বাংলাদেশের অবস্থানপত্র উপস্থাপনকালে এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে অর্ধেক নারী। ২০২১ সালের মধ্যে নারীর ক্ষমতায়ন দৃশ্যমান করতে অগ্রাধিকারমূলক পরিকল্পনার আলোকে সরকার কাজ করছে। জাতীয় উন্নয়ন, অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদান এ সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় নারীরা দৃশ্যমান অবস্থানে থেকে অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদান করছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন, দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী আদেশাবলী ও নারী উন্নয়ন নীতিমালায় এর সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে বলে মন্ত্রী বিশ্ববাসীকে অবহিত করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করেছে। এ জন্য ২০১০ থেকে ১৪ সময়ে ২ হাজার ২৯৭ জন মহিলাকে গ্রাম পর্যায়ে, ৫ হাজার ৫০ জন মহিলাকে উপজেলা পর্যায়ের এবং ৩ হাজার ৫০৫ জন মহিলাকে জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষকদের মধ্যে মাধ্যমিক স্কুল পর্যায়ের ৪৩০ জনকে এবং প্রাথমিক পর্যায়ের ১৫০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে যার ৪০ ভাগ মহিলা। ৭০ হাজার স্কুল-কলেজ শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে, যার ৫২ ভাগ ছাত্রী। নগরের দুর্যোগ মোকাবিলায় ২৬ হাজার ১৬৪ জন স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৮৪ জন মহিলা। এছাড়াও ১৬ হাজার মহিলা সিপিপি (সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম) স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে।

মায়া চৌধুরী বলেন, বাংলাদেশের স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে। এর ফলে বাংলাদেশের নারীরা এক সময়ে বিশ্বে রোলমডেল হিসেবে আবির্ভূত হবে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।