কেন আবাহনীর সঙ্গে পারলো না মোহামেডান

০১:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে আরও একটি উত্তেজনাকর মৌসুম শেষ হলো গতকাল। অঘোষিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। এবার মৌসুমের শুরু থেকেই ভক্তরা উচ্ছ্বসিত থাকলেও শেষ সময়ে হতাশ করেছে মোহামেডান। আবাহনীর সঙ্গে লড়াইটা জমিয়ে তুলতে পারেনি তারা। কেন আবাহনী সঙ্গে পারলো না মোহামেডান? গতকালের এই ম্যাচের সঙ্গে আলোচনায় থাকবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টের প্রসঙ্গও।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু।